ছবিঃসংগৃহীত
শৈলেন চাকমা
আমি সেই রজনী গন্ধা বনে ছুটেছি সুদূর প্রসারে,
লক্ষী পেঁচার ডাকে ঘুম ভাঙে নৈঋতের কান্নার সুরে;
আমি সিক্ত পাষাণশয্যা রিক্ত নিঃস্ব আমার দেহ।
দেখেছো কি?চিম্বুকের আত্ননাৎতের মানবতাহীন জীর্ণ বাহিনীর চিত্র;
ধারাজ কন্ঠে তৃপ্ত দেহ করে ক্ষত, জমাট বাঁধে রক্তিম,
তবুও প্রশান্ত বিবেকের তাড়নায় আত্ন ধ্বনি বাজছে শুনি।
নিন্দুকেরা সিন্ধু সভ্যতা গড়েন পাহাড়ের ভূমি বে-দখলে,
মানুষ সভ্যতার অপরিণত তদভব রূপ নেয় নিরন্তর
অচির প্রাচীরে আবদ্ধ ভূমি খেকো পাষাণ ভূমিষ্ঠ পাহাড়ে!
আমি সেই সাঙ্গু নদীর বেস্টনিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞাবদ্ধ!
তোমার বহমান সচ্ছ নদীর ধারায় জমে আমার কান্নার নোনাজল;
হিংসার পাষাণভেদী চক্রের বৈদিক আর্য পাহাড়ের উন্নয়ন।
ডানা -ভাঙা শিকারী শ্যেন;নীড়চ্যুত!
তোমার স্বৈরাচার ভাঙার আওয়াজ তুলে শত জনতার স্রোত,
ক্ষমাপ্রার্থী অশ্রুমোচনের মুহূর্ত জমে রাঁখে আক্রোশ।
রোদ্দুর ছায়া ছত যৌবন খুঁজে লেজুড়বৃত্তিক কর্মকাণ্ডের অনুপুঙ্খ;
মাতাল হাওয়ায় মৃদু বাতাসে ভ্যাপসা গরম তীব্র তাপে চামরা পুড়ে'
অনলের দোহন করিয়া টলমল সরোবর আমার দেহ।
ভাঙা তরীর উজান গাঙের জলে ভেসে টানে দগ্ধ লাশের গন্ধ,
ক্ষতবিক্ষত লাশটি শকুনেরা খণ্ডিত করে টানছে আবার;
বারুদের বিষ্ময়কর শাস্ত্র রচনার দায়িত্ব কাঁধে তুলে রাইফেল!
কারামুক্তির শিকল ভাঙার ধ্বনি তুমুল বেগে চলছে ভয়ানক দ্রোহ!
পশ্চাৎপদ বিচরণ করেছে গৃহবন্দী আক্রোশী নর,গড়বে রক্তাক্ত ইতিহাস;
বিদ্রোহী প্রগাঢ় নক্ষত্র প্লাবিত ভ্রূকুটিতে হবে জয়।
No comments:
Post a Comment