গৌতম চাকমা
যুগ যুগ ধরে আছি মোরা এই পাহাড়ে,
এই পাহাড়কে আঁকড়ে ধরে রেখেছি কতনা যতনে;
মিশে আছে এই পাহাড়ে লাখও জুম্মের কতনা ঘাম আর চোখের জল।
এই পাহাড় কেড়ে নিতে চায় নরপিশাচের দল,
নেই অন্ন, নেই বস্ত্র, নেই শিক্ষা, নেই চিকিৎসা
পর্যটন বিনোদন দিয়ে কি হবে?
অসহায় পাহাড়ের মানুষ কোথায় যাবে?
নিত্য নতুন উন্নয়ন নাম করে
আমার এই জন্ম ভুমি,
আর কতবার কেড়ে নিবি?
কেড়ে নিয়েছো সাজেক, নীলাচল, নীলগিরি
পর্যটনের নামে কেড়ে নিলি আমাদের বসতবাড়ি।
এসেছো ফিরে আবার নতুন করে
নতুন ঠিকানা খুঁজে পেয়েছ চিম্বুক পাহাড়ে,
এই চিম্বুক পাহাড় আর দেবোনা
যতই করো তালবাহানা।
নেমে পড়ো রাজপথে
আমাদের চিম্বুক পাহাড়কে বাঁচাতে,
আয়রে আয় জুম পাহাড়ের নৌজোয়ান
চিম্বুক পাহাড় বাঁচাতে- দিতে হবে আরো প্রাণ।
No comments:
Post a Comment