ছবিঃ শৈলেন চাকমা
সম্রাট সুর চাকমা
তোমায় নিয়ে হারিয়ে যাবো
কেওক্রাডং পাহাড়ের চূড়ায়,
যেখানে দখিনা হাওয়ায় তোমার চুলগুলো লজ্জায় উড়ে যাবে।
তোমায় নিয়ে হারিয়ে যাবো
বরগাঙ পাড়ের কোন এক আম বৃক্ষের তলে,
যেখানে আমি তোমার রঙিন স্বপ্নগুলো এঁকে দেবো।
তোমায় নিয়ে হারিয়ে যাবো
কোন এক নীল সাগরের গভীরে,
যেখানে দুটি মনের মিলন হবে।
তোমায় নিয়ে হারিয়ে যাবো
ছোট্ট এক জুম পাহাড়ে,
যেখানে তোমায় দেখে সোনালি ধানের শিষগুলো এলোমেলো হয়ে বয়বে।
তোমায় নিয়ে হারিয়ে যাবো
ঐ দূর নীল আকাশে,
যেখানে হাজারো দ্রুব তারাদের সাথে আমাদের ঘর হবে।
তোমায় নিয়ে হারিয়ে যাবো
কোন এক ব্যস্ততার শহরে,
যেখানে দুজনেই ব্যস্ত জীবন পার করে দেবো।
আর আমি ঐ দিনগুলির প্রতীক্ষায়............
No comments:
Post a Comment