ছবিঃ সংগৃহীত
এল. কে বোশ
বিজয়ের পতাকা হাতে আমি সামনের সারিতে,
রক্তাক্ত রাজপথের মিছিলে আমি সামনের সারিতে;
সুজতা, বলিমিলে, তুমাচিং,লাকিংমে হত্যার প্রতিবাদের মিছিলেও সামনের সারিতে।
অসহায় মানুষের কল্যাণে আমি সামনের সারিতে,
নব্য সমাজ গঠনে আমি সামনের সারিতে;
শিক্ষিত জাতি গঠনেও আমি সামনের সারিতে।
লোগাং, লংগদু, নানিয়াচর প্রতিটি গনহত্যার প্রতিবাদী মিছিলে আমি সামনের সারিতে,
ভূমি বেদখলের বিরুদ্ধে আমি সামনের সারিতে;
বিভেদপন্থী, কুচক্রী সংস্কারবাদীদের বিরুদ্ধেও আমি সামনের সারিতে।
গুলিবিদ্ধ সহযোদ্ধার সমর্পণে আমি সামনের সারিতে,
অস্ত্র হাতে চিদিরে(সেনা)বাহিনীর ক্যাম্প আক্রমনে আমি সামনের সারিতে;
মৃত্যুকে পরোয়া না করে মা ও মাটিকে রক্ষায়ও আমি সর্বদা সামনের সারিতে।
No comments:
Post a Comment