"পার্বত্য চট্টগ্রাম "

ছবিঃ শৈলেন চাকমা 

 

সম্রাট সুর চাকমা 


হ্যাঁ, ক্ষুধার্ত আজো বিপদগামী নরপশুর দল

ক্ষত-বিক্ষত দেহের পরেও

তৃষ্ণা মিটেনি।

কল্পনা ছিল নাকি জল্পনা? 

দুঃসহ মহড়ায় শত্রুর ভয়

আজো কাটেনি। 


তোমার  হৃদয়ে অজস্র ঔদার্য রয়েছে

সুস্থ শালীনতায় প্রতি আঘাতে আঘাতে

তুমি স্থিমিত নও।

রক্তাক্ত সহস্র কাজের ফাঁকে তুমি উদ্যম

অরণ্যের স্বপ্ন চোখে দাঁতে নখে প্রতিজ্ঞা কঠোর 

তুমি লারমা হও।


অভুক্ত ক্ষুধিত শ্বাপদ, উদ্যত থাবা

সংঘবদ্ধ প্রতিটি নখর

হয়নি এখনো নিরাপদ।

দিগন্তে দিগন্তে ধ্বনিত গর্জন 

তুমি চাও শোণিতের স্বাদ

যে স্বাদ জেনেছে লারমাবাদ।


শপথের স্রোতে ভেসে যাবে লোহার গরাদ

এ আমার নিশ্চিত বিশ্বাস;

তোমার প্রতিজ্ঞা তাই আমার প্রতিজ্ঞা, পার্বত্য চট্টগ্রাম!

আমার হৃৎপিণ্ডে লাল স্বাক্ষর দিলাম।

No comments:

P

Powered by Blogger.