ছবিঃঅম্লান চাকমা
শৈলেন চাকমা
আমি কাব্য লিখেছি রণক্ষেত্রের উত্থানে,
জোয়ারে উদ্ভিন্নযৌবন সমাবেশ মুখরিত;
লুৎফনের সঙ্গী রক্তের পিপাসা অনুভূত কম্পনের ধ্বনি!
রক্তে ভেজা চাদর গায়ে সবুজের ক্যাম্পাসে মিলনক্ষেত্র।
রণবীর সোহাগ গার্হস্থ আলোছায়ায় অবিমিশ্র তৃণভোজী;
বৃন্দাবনে বলবান হৃদয়ে বিরুপতার প্রতারণা,
রুখঁবে না কেউই হৃদয় ক্রন্দন!
নিষ্পাপ কণ্ঠে কালো ছায়া ছত্রছায়ার নব্য আর্যগোষ্ঠীর বসবাস!
প্রভাতের অপার্থিব গর্জনে বিরুপতার আবদ্ধ
নিঃস্তব্ধতার রণ-ক্লান্ত আমি সে দিন ফিরবো শত জননীর কোলে শান্ত,
শিশির ভেঁজা সকাল আমার আক্রোশের প্রতিজ্ঞা!
পাহাড়ের ক্রন্দন হাঁসির তামাশা খেলা।
শিবিরে আবদ্ধতা মুক্তির আলো কোন্দলে ভাঙবো মোরা শাসকের শিখল,
আত্মায় অভিশ্রান্ত বৃষ্টিপতনের শব্দ শৈশব থেকে বিষণ্ন দীর্ঘশ্বাস।
বুকের মধ্যখান দিয়ে নেমে গেছে শুকনো রক্তের রেখা;
বিজয় মিছিল রণাঙ্গনের তূর্যধ্বনি হয়ে সুর তুলবে মুক্তির।
ছিন্নভিন্ন লাশ, গরম রক্তের উত্তাপ বিজয়-সঙ্গীত শোনাবার শ্রেষ্ঠত্ব সময়!
নদীর নির্জন রাস্তায় মাঠের আলপথে, শ্মশানতলায়;
সংগ্রামের চরম মুহূর্তে মুষ্টিবদ্ধ প্রতিশোধের অগ্নি,
প্রেমের, বিজয়ের, বিপ্লবের রচিবে ইতিহাস।
No comments:
Post a Comment