প্রতিফলন



ছবিঃ শৈলেন চাকমা 

শৈলেন চাকমা 

নব প্রত্যাশার ভোরে আমিও পথিক হবো!
আগামীর রণক্ষেত্রে বীরত্বের বীর হয়ে ফিরবো।
নিরন্তর পথ চলা অচেনা জনপদ চেনার সহজ হবে,
সমগ্র নিপীড়িত মানুষের পক্ষে, শোষণ-বঞ্চনার বিরুদ্ধে রুখবো!
তীরের গতি নির্ধারনের মাধ্যম,কেন্দ্রস্হল ভাঙবো।

আমি জাগ্রত জনতার প্রতীক অন্যায় প্রতিরোধ, ভাঙার সুর।
সবুজ ঘাসে ভেজা মাটির গন্ধ টানছে!
ধারালো রোদে,আঁকাশে ঝাপসা প্রতীক আঁখবো,
নবীনদের প্রারম্ভিক হৃদয়ে, গহীনে সাম্রাজ্য বিভক্তের কারণ হবো।

সাহস উদ্যম জেগেছে প্রভূত্ত্ব ভাঙার,নারীর জাগরণে
অন্তরঙ্গ সঙ্গী, তরীর তীর উজান গাঙের জলে ভেসে টানে, 
আত্ন ধ্বনি শুনতে পা-ও খোয়ালেন, শকুনে টানছে দেহ;
বিষাক্ততা গ্রাস করেছে মূল শেকড়ে,মরণোন্মুখ বিরানভূমি। 

পথের সাথি পথে রেখো,দাবি হবে একতালে;
দহনে নবীন তুফানে বিপদ ভাঙার ঐকান্তির অনুরোধ, 
গহীন হৃদয়ে উচ্চারণ ধ্বনি হোক প্রতিফলন।

No comments:

P

Powered by Blogger.