দুঃশাসন


ছবিঃ শৈলেন চাকমা 


শৈলেন চাকমা 

তোমার তীক্ষ্ণ কন্ঠে গ্রাস্যমান আমার যৌবন আত্না,
 প্রতি হিংসার আগুনে পুড়েছে চামড়া। 
গণতন্ত্রের নামে রাষ্ট্রের ধোঁয়াশা আলো
বিশ্বাসঘাতকতার পরিচয়ে কি রুপ ধারন করিলেন?

হীন মদদদাতা রাজনীতিকদের মালিকানাধীন ক্ষমতা
বৃন্দাবনে সোমনাথ মন্দির দৃশ্যমান সাজেক, 
হৃদয় ক্রন্দন ধ্বনি চারিদিকে হাহাকার ;
জয়ের নাজিবাহিনীর শতাব্দীব্যাপী দুঃশাসনকাল। 

নারীর উর্বরতা কেন্দ্রিক যাদুবিশ্বাসমূলক আচারেই অনশন, 
রাজসিংহাসনে বসে দিচ্ছো হাঁসির তামাশা একাগ্রতায়;
অনাচারের ছায়া নেমেছে পাহাড়ের অন্ধকার 
পাহাড়ের আত্নচিৎকারের ধ্বনি ধ্বনিত বাংলায়।

মানুষ রুপি জানোয়ার পাষাণ প্রাচীরে আবদ্ধ,
ধ্বংসের হোলি গ্রেইলে পরিণত করেছো কমিশনারের ছাগুলে দাঁড়ি।
তপস্যা মগ্ন সৈয়দ শামসুল হকের অনুরোধের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট, 
মুক্তিকামী মানুষ অস্তিত্ব রক্ষায় আত্নবলিদানে মহা সমুদ্রের উত্তাল। 

নারীবাদী দৃষ্টিভঙ্গিতে পুনর্নির্মাণ করেছেন তারা ক্ষতিগ্রস্ত সংস্কৃতি রক্ষার্থে,
আজ কেন নারীর প্রতিবাদী কন্ঠ নিঃশব্দে কাঁদছে? 
গর্জে উঠো বিদ্রোহে পাষাণ চক্র দমনের অঙ্গিকার ব্যক্ত করি।
বিপ্লবের সূচনা হোক আগামী নবজাগরণের সুশাসনের অঙ্গীকার।

No comments:

P

Powered by Blogger.