"হায়রে! আমার দেশ"


ছবিঃ সংগৃহীত 



গৌতম চাকমা

সবুজ ঘেরা পাহাড় আমার 
নিরবে কেঁদে যায় বারেবার,

শুনতে কি তুমি পাওনা?
এই জুম পাহাড়ের আর্তনাদের চিৎকার। 

শুনতে কি তুমি পাওনা? 
এই দুর্গম পাহাড়ে অনাহারে  মানুষের হাহাকার। 

শুনতে কি তুমি পাওনা? 
শীতের এই কনকনে নেই বস্ত্র গরীবের ঘরে ঘরে। 

শুনতে কি তুমি পাওনা? 
দুর্গম পাহাড়ে শিক্ষার অভাবে শিশুরা আজ অন্ধকারে। 

শুনতে কি তুমি পাওনা? 
চিকিৎসার অভাবে কত অসহায় মানুষ মৃত্যুর দুয়ারে। 

শুনতে কি তুমি পাওনা? 
নিরাপত্তার নামে আমার বাসস্থান কেড়ে নিয়েছে হিংস্র পশুর দল।

শুনতে কি তুমি পাওনা? 
লাকিংমের মত নিরুপায় কত জুম্ম নারী ভোগ করে প্রাণ কেড়ে নিয়েছে নরপিশাচের দল।


বিদ্রঃডিজিটাল বাংলাদেশের অবস্থা একবার দেখুন
দুর্গম পাহাড়ে অসহায় মানুষের  জীবন-যাপন চিত্র টি তুলে ধরলাম।খুঁজে বেড়ায় এই প্রশ্নের উত্তর কবিতার আকারে প্রশ্ন গুলো তুলে ধরা হলো। 

No comments:

P

Powered by Blogger.