"কোথায় যাবে পাহাড়িরা"


ছবিঃ সংগৃহীত 


গৌতম চাকমা

আমার এই জন্ম ভুমি 
আর কত বার কেড়ে নিবি?
কেড়ে নিলি আমার ভাতের থালা 
ও আমার সোনার বাংলা। 

রোজ যে জমি থেকে হয় উপার্জন
করে দিলি যাযাবর জীবন যাপন। 
নিরাপত্তার নামে আমার জায়গা কেড়ে নিলি 
এত বড় নির্লজ্জ বেহায়া কি করে হলি?

পাহাড়িরা কোন বাঙালি নয়,
দোষ কি তাদের আধিবাসী পরিচয়? 
জোর যার মুল্লুক তার 
এই কথা শুনেছি অনেক বার,
আজ আবার প্রমান করে দিলো
এই দেশের সরকার।

No comments:

P

Powered by Blogger.