ছবিঃ শিঙোর চাকমা
গৌতম চাকমা
প্রকৃতি এই সবুজ রুপে
দেখবে আবার নতুন করে,
সেই চির চেনা সবুজ পাহাড়ে
কালো হয়ে উঠবে আকাশের মেঘ
বজ্র ধ্বনি শুনতে পাবে আকাশে বাতাসে ;
লোম খাড়া হয়ে মৃত্যুর ধ্বনি বাজবে কানে নরপিশাচের দল।
এইতো সে দিন আসছে ফিরে
রক্তের হোলি খেলা চলবে আবারও এই জুম পাহাড়ে,
ভয় করিনা নরপিশাচের দল
আমার সত্য আমার ন্যায় কাজ দেয় আমাদের মনোবল।
আহবান রইল নবীন প্রবীন
ইস্পাতের মত কঠিন হয়ে,
দৃঢ় মনোবল নিয়ে
প্রকৃতি সবুজ রুপে নিজেকে ধারন করি।
জন্ম যখন নিয়েছি এই ভুবনে
মৃত্যু তো হবেই কোনো না কোনো ক্ষণে,
নিজের চেতনা কে জাগ্রত করো
মৃত্যুকে ভয় করোনা
মৃত্যুকে বরন করো
জাতির মুক্তির লড়াইয়ে নিজেকে বিলিয়ে দাও।
No comments:
Post a Comment