ছবিঃ প্রতিকী
গৌতম চাকমা
বলছি তোমায় হে দুঃখিনী! জুম্ম নারী
তুমি এই জগতের গৃহের কান্ডারী,
তুমি শ্রেষ্ট তুৃমি মহান
১০ মাস ১০ দিন গর্ভে ধারন করে দাও সন্তান।
দেখেছি আমি অনেক বিপ্লবী নারীর জয়গান
জাতির জন্য দিয়েছে আত্ন বলিদান,
কোথায় হারিয়ে গেলো সেই বিপ্লবী নারীরা?
আজ যে বড়ই অসহায় জুম পাহাড়ীরা।
হ্যাঁ, তোমাকে বলছি জুম্ম নারী
আজ তুমি নির্বোধ আধুনিক ছোঁয়াই,
বেচে থাকার জন্য যে লড়াই করতে হয় এই দুনিয়ায়।
ভুলে কি গেছো? কি তোমার পরিচয়?
হে জুম্ম নারী!
তুলে না-ও তলোয়ার আরো একবার,
নইলে ইতিহাসের পাতায় এই জুম্ম জাতির নাম রবে না আর।
তাই সত্যি বলছি তোদের আগমন
আজ খুবই বেশি প্রয়োজন,
তোদের ঐ কোমল নরম হাতে
বিজয়ের নিশান উড়াবো এক সাথে।
No comments:
Post a Comment