সম্রাট সুর চাকমা
হারিয়ে গেছো কি তুমি?
পাহাড়ের মর্মর চিৎকার, করুণ আর্তনাদ
শোষণের বাতাবরণ চিহ্ন, লুন্ঠিত মায়ের ইজ্জত।
উন্নয়নের জোয়ারে ভাসছে রক্তপিপাসুর লীলা,
বিদ্ধ আজ হে! মানবতা।
নিশ্চুপ কেন তুমি?
দিন-মজুরের পরিশ্রম অবহেলায় কল্পকাহিনীতে,
সুবিধাবাদীর অকল্পনার দালালীতে তিক্ত শ্রমিক ভাই;
বিষাক্ত অপ-রাজনীতির মোহে
প্রাণের সংকোচ সাধারণ জনতার মনে;
এসব কেন? ওহে! মানবতা।
মিথ্যা শুনেছি কি আমি?
তোমার স্থান সবার ঊর্ধ্বে, অন্যায়ের বিরুদ্ধে ভয়ংকর রুপে
নিরীহ মানবের পাশে দেবতার রুপে
তুমি বলিয়ান, তুমি স্থির, তুমি সর্বত্রই প্রতিজ্ঞাবদ্ধ।
পাহাড়ের বুকে তাকাবে কি তুমি?
হৃদয়ের স্পর্শকাতর ব্যকুলতায় বলছি
আজ আমি হতবাক, বাকরুদ্ধ
তুমি যদি চুপ রও থামবোনা আমি তবু্ও
এই আমি প্রতিজ্ঞাবদ্ধ।
1 comment:
Nic
Post a Comment