রক্ত- চোষা শ্রমের ঘামে কষ্টের নদী;
হীরার চেয়ে যতই মূল্য হোক না পরিশ্রমের স্মৃতি;
বিদ্ধ শ্রমিকের জামা থেকে ঝড়ে বৃষ্টি ফোঁটারা!
শিল্প-সভ্যতার বিকাশ আধুনিক নগরায়ন,
এই শহরে ক্লান্ত ভিক্ষুকেরা নির্লজ্জ!
ক্ষুধার্থ যন্ত্রণায় আকুতি আর্তচিৎকার।
ভোরের শহরে হাজার হাজার পথযাত্রীর পায়ের শব্দে,
দেহের ঘামে কিনা পয়সায়, থালায় দু মুঠো অন্ন জুটে;
স্বপ্ন রাতে জেগে মরে পা দুটো অবিরাম ছুটে কর্মস্হলে।
রোজ টানে রিক্সা ওয়ালা অলিগলি নগরে তিনটে চাকা,
মুখে স্নিগ্ধ ভরা হাসি ক্ষনে সাজে রিক্সা ওয়ালা!
শিল্পছোঁয়ায় শক্ত কটিন ইট ভাঙ্গে পুস্কা পড়ে হাতে;
স্বপ্ন সাজায় দেহের ঘামে নিঃশেষে ভেঙে যায় হাতুরির আঘাতে।
আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত পুঁজিবাদের ইতিহাস;
শোষণ-নিপীড়ন, বঞ্চনা, অন্যায় যুদ্ধ ও সংঘাতের রক্তস্নাত ;
কুক্ষিগত ধনকুবের একচেটিয়া কর্তৃত্ব অর্থনৈতিক অভিশাপ!
No comments:
Post a Comment